ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন ডেবিড রানা চিসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন ,সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, অফিসার ইনচার্চ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। পরে উপজেলা পরিষদ এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ক্রেষ্ট দেওয়া হয়।