ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। ঈদের পূর্বে আগামী ২৬ এপ্রিল ধোবাউড়ায় ২৮ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জল,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাংবাদিকদের মাঝে ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মতিলাল সরকার,বার্তা সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল হাশেম, মুদ্রন ও প্রকাশনা সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম,ক্রিড়া সম্পাদক ডেইলি অবজারভার প্রতিনিধি শাহিনুজ্জামান প্রিন্স, গণসংযোগ সম্পাদক দৈনিক ব্রক্ষ্মপূত্র একপ্রেস প্রতিনিধি ইকবাল কবির মানিক, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি শামসুল হক মৃধা, সহ বার্তা সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি কামরুল হাসান রবি,সহ দপ্তর সম্পাদক আজকালের খবর প্রতিনিধি মোঃ আল আমিন,সহ প্রচার সম্পাদক আজকের খবর প্রতনিধি আনিসুর রহমান,সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আকিকুল ইসলাম,সদস্য দৈনিক জনতার কন্ঠস্বর প্রতিনিধি আঃ মতিন মাসুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।