ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিববর্ষের সফলতা,দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে ফায়ার স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপন এবং দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের উদ্ধারের মহড়া প্রদর্শণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জল,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা,সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক প্রমূখ।