ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ধোবাউড়ায় ৪ নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে পথচলা শুরু করেছে “পোড়াকান্দুলিয়া প্রাইমারি টিচার্স’ অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, সরকারিভাবে নিবন্ধনকৃত প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো সংগঠনের অঙ্গসংগঠন নয়। শুধুমাত্র পোড়াকান্দুলীয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণই এই সংগঠনের সদস্য হিসাবে বিবেচিত হবেন। নবীন ও প্রবীণ শিক্ষকবৃন্দের এক মেলবন্ধনে পরস্পর সুখে দুঃখে একটি পরিবারের মতো আজীবন পথ চলার ব্রত নিয়ে এই সংগঠনের শুভ যাত্রা। এই সংগঠনের মূল স্বপ্নদ্রষ্টা তরুন ও উদ্যমী সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান। তিনি বেতগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। সূচনালগ্নে সবার মতামতের ভিত্তিতে তিন বছর মেয়াদী পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিম্নরূপ: সভাপতি: জনাব মোঃ আমিনুল ইসলাম তৌফিক প্রধান শিক্ষক,চন্দ্রনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ সভাপতি: জনাব মোঃ আব্দুস সোবহান,সহকারী শিক্ষক,গুজিরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ সম্পাদক: জনাব মোঃ মিজানুর রহমান সহকারী শিক্ষক,বেতগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক: জনাব মোঃ আনোয়ার হোসেন রাজীব সহকারী শিক্ষক,কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোষাধ্যক্ষ: জনাব মোঃ আজহারুল ইসলাম,সহকারী শিক্ষক,পাতাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পোড়াকান্দুলীয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।