সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ধোবাউড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত সীমান্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বালুর পরিবর্তে কাদা মাটি ব্যবহার

রির্পোটারের নাম / ৪১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ

ধেবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত সীমান্ত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভারতীয় মেঘালয় রাজ্য সীমান্তঘেষা দূর্গাপুর- ধোবাউড়া উপজেলার পুটিমারী,গাছুয়াপাড়াা,জয়রামপাড়া এলাকা হয়ে হালুয়াঘাট পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। সড়ক ও জনপদ বিভাগের অধীনে সীমান্ত এলাকায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক। এই সড়কে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হচ্ছে ব্রীজ। ধোবাউড়া উপজেলার জয়রামপাড়া,গাছুয়াপাড়াসহ বিভিন্ন স্পটে কোটি টাকা ব্যয় করে ৪ টি বড় ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এসব ব্রীজের সংযোগ সড়কে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাদা মাটি। এতে নির্মাণের পরই দেবে যাচ্ছে রাস্তা এবং টেকসই উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সীমান্ত সড়কের আশেপাশে বসবাসরত বাসিন্দারা। দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বলেন,সীমান্ত সড়ক একটি গুরত্বপূর্ণ সড়ক,ঠিকাদার তার ইচ্ছামত কাজ করে বালুর পরিবর্তে কাদামাটি দিচ্ছে,এতে রাস্তা সাথে সাথেই দেবে যাচ্ছে,আমি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন,রাস্তায় মাটি দেওয়ার প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন আমাদের হুমকি ধমকি দিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ব্রীজের ঢালাই কাজ চলছে। ঢালাই কাজে পাথরের সাথে মাটি মিশ্রিত ডাস্ট ব্যবহার করা হচ্ছে। এতে বেশীদিন টেকসই না হওয়ার আশংকা করছেন স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে ব্রীজ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার নাদিম আহমেদ বলেন,আবাদত মাটি রাখা হচ্ছে তবে তা সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন,তিনি মিটিং এ রয়েছেন,তাই এ বিষয়ে কোন কথা বলতে চাননি। এছাড়াও একাধিক কর্মকর্তাকে ফোন করে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com