ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। চলতি আমন মৌসমে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা মনের আনন্দে বোরো ধানের চারা রোপণ করছে। উপজেলার বিস্থীর্ণ মাঠ জুরে কুয়াসায় ঢাকা শীতের সকাল কে অপেক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সরজমিনে গিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ভোর থেকেইে কৃষকরা গরু, মহিষ, টাক্টর,পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছে। কেউবা সেচপাম্প এবং সেলু মেশিন দিয়ে নদী নালা থেকে পানি তুলে আবাদকৃত জমি প্রস্তুত করছে । অন্যদিকে প্রস্তুতকৃত জমিতে সার ছিটিয়ে মই দিয়ে চারা গাছ রোপণ করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানায় ধানের দাম থাকায় বোরো আবাদে আগ্রহ বেড়েছে। কৃষক মাইনদ্দিন বলেন আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে। উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায় ১৩৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধরাণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার জানান আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন হবে।