সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ধোবাউড়ায় ব্র্যাকের কায়েন্ট ওয়ার্কশপ পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী অফিসার

রির্পোটারের নাম / ৫৬ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : ব্র্যাক সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচির আয়োজনে ১৪ মার্চ (সোমবার) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ব্র্যাকে অভিযোগ প্রদানকৃত কায়েন্টদের নিয়ে কায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক অফিসে সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত এ ওয়ার্কশপ পরিচালিত হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওয়াকর্শপে ১২ জন নারী অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ পরিদর্শণ করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। ওয়ার্কশপটি পরিচালনা করেন ময়মনসিংহ জেলার ব্র্যাক সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড এন্ড ভাউসি) বিশ্বানাথ কুন্ডু, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নীহারিকা ইয়াসমিন, শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুজ্জামান, উপজেলা হিসাব ব্যবস্থাপক কে.এম সিরাজুল ইসলম প্রমুখ। কায়েন্ট ওয়ার্কশপ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচির অফিসার মোঃ আব্দুল আওয়াল। ওয়ার্কশপে পারিবারিক ও দেনমোহরের অভিযোগ প্রদানকৃত হতে নুতন কায়েন্ট, কোর্টে মামলা চলমান, ডিক্রীজারী মামলা, অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তিকৃত (এডিআর), ব্র্যাকে অভিযোগ দায়ের করার পর স্ব-উদ্যোগে নিস্পত্তিকৃত, যাদের মামলা কোর্টে রায়ের অপোয় রয়েছে এমন ১২ জন কায়েন্ট নিয়ে ওয়ার্কশপ পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কায়েন্টদের কাছ থেকে তাদের সমস্যা শুনেন এবং তাদের অভিযোগের বর্তমান অবস্থা সম্পর্কে শুনে ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান। কায়েন্ট ওয়ার্কশপ শেষে উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের সকল কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ব্র্যাকের কাজের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com