আবুল হাশেম : ময়মনসিংহের ধোবাউড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় অন্যতম আকর্ষন ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্টল। গত কয়েকদিনে এই স্টলটিতে ছিল দর্শনার্থীদের ভিড়। সমাজের বাস্তবধর্মী উপাদানে স্টলটি সাজানো হয়েছে। “বাল্য বিবাহকে না বলি”,“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ এ কল করি”,“আপনার মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব আপনার,খরচ যোগাতে সহায়তা করবে সরকার”,“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা”,“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার,সকল শিশুর সমান অধিকার”,“আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার”,“ভিজিডির চাল ভিক্ষা নয়,দুঃস্থ নারীর অধিকার”,“সুস্থ্য সবল ভবিষ্যত প্রজন্ম দরকার,মাতৃত্বকালীন ভাতা দিল সরকার,মোবাইল আসক্তি বন্ধ করি,কিশোর কিশোরী ক্লাবে চলি,সংগীত ও আবৃতি শিখি,সৃজনশীল জাতি গড়ি” এমন সব স্লোগানে গ্রামীণ জনপদের চিত্র তুলে ধরা হয়েছে । জনপদের এসব চিত্র ছিল উপভোগ্য এবং বৈচিত্রময়।সরেজমিনে ঘুরে দর্শনার্থীদের সাথে কথা বলে এমনটাই জানা যায়। পুরো স্টলে দর্শনার্থীদের নজর ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্টলে।স্টলে আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীরা বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ করেছে।আইজিএ প্রকল্পের ফ্যাশন ডিজাইন,ব্লক বাটিং,ফুড প্রসেসিং,শো-পিছসহ বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়েছে।এ ছাড়া কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা কবিতা আবৃতি ও সংগীতে অংশ গ্রহণ করেছে।এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ বলেন, স্টলটিতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে।