ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ধোবাউড়ায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি সিডস প্রকল্পের উদ্যোগে নারী দিবস পালন করা হয়েছে।৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসে উপজেলা পরিষদ ও ৪ টি ইউনিয়নে ৬ টি কিশোরী সংলাপ কেন্দ্রে,দুটি কিশোর সংলাপ ও একটি স্কুল সংলাপ কেন্দ্রে ৪ টি সংলাপ ফোরামের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয়। ভালুকাপাড়া কিশোরী সংলাপ ফোরামে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ।এসময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি সিডস প্রকল্পের উপজেলা কোÑঅর্ডিনেটর কবিতা রাণী ঘোষ,সিএম সুষেন চন্দ্র পাল প্রমূখ।