নকলা(শেরপুর)সংবাদদাতা: নকলা পৌরশহরের চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার মোছারচর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাব্বি (২০) ও ফারুক হোসেনের ছেলে ওয়াসীম (২০)।
ঘটনার বিবরণে জানা যায়, নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় রাস্তার পাশে দাড়ানো ট্রাকে লাকড়ী ভরার সময় বিপরীত নকলা থেকে দ্রুত বেগে মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাব্বি নিহত হয়। অপরজন গুরুত আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন। দুইজনই উপজেলা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।