স্টাফ রিপোর্টার : ইংরেজি নববর্ষের শুরুতেই ময়মনসিংহের কোতোয়লি মডেল থানা পুলিশ সমাজের সুশীল ও দায়িত্বশীল নাগরিকদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে। নববর্ষ ২০২২ সালের প্রথম দিন শনিবার সকালে কোতোয়ালী মডেল থানায় এই মতবিনিময় হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও আবাসনের নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন বছরের শুরুতেই কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জনসাধারণের কাছে আবারো কমিটমেন্ট করেন, আমি যতদিন দায়িত্বে আছি জনসাধারণ পুলিশি সেবা নিতে এই থানায় কোন প্রকার হয়রানির স্বীকার হবে না। কোতোয়ালি মডেল থানা পুলিশ সততার সাথে স্বচ্ছতা বজায় রেখে আইন প্রয়োগ করতে বদ্ধপরিকর। তিনি অপরাধ নিয়ন্ত্রণে সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, জনসাধারণের সাথে পুলিশের যাতে দূরত্ব না থাকে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।