শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রির্পোটারের নাম / ১৭৫ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারকুল গ্রামের বেলাল আহমদ (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর বাজার থেকে বেলালকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কাছ থেকে কর্জ হিসেবে ৫৫ লাখ টাকা নেন একই গ্রামের আনসার মিয়ার ছেলে ও এম এস জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেলাল আহমদ। ২০১৮ সালের ২৬ আগস্ট টাকা পরিশোধের জন্য বেলাল গিয়াস উদ্দিনকে চেক প্রদান করেন। ওই বছরের ১১ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে নিয়ে গেলে একাউন্ট ক্লোজ মর্মে চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা পেতে বেলাল আহমদকে আইনি নোটিশ পাঠান গিয়াস উদ্দিন। তবে তাতেও সারা মেলেনি বেলালের। পরে গিয়াস উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। ২০২০ সালের ২০ জানুয়ারি সিলেটের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বেলাল আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ লাখ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। এরপর থেকে পলাতক ছিল বেলাল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই গৌতমের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী শেরপুর বাজারে অভিযান চালিয়ে বেলাল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com