মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

নবীগঞ্জে ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ২০১ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৯ অপরাহ্ণ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে খরশ্রোতা নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অবস্থায় আর্য দাস(০৪)চার বছর নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে খরশ্রোতা নদীতে ভাসমান অবস্থায়বস্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। আর্য দাস করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের অনজিত দাসের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আর্য দাস গত শুক্রবার সন্ধ্যা থেকে আর্য নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোজাখুজি পর না পেয়ে নবীগঞ্জ থানায় একটি হারানো জিডি দায়ের করেন। আর্য দাস নিখোঁজের ৩ দিন পর সোমবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী খরশ্রোতা নদীর ছায়া নগর নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থা দেখতে পান।

নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com