মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

নয়াপল্টনে অবরোধের প্রভাব নেই

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন   ডেস্ক:

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর নয়াপল্টন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। বিএনপি কার্যালয় ও এর আশপাশ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ফলে দলীয় কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। রাস্তায় সব ধরনের যানচলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যা কিছুটা কম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয় নগর, নাইটিঙ্গেল মোড়, আরামবাগ, ফকিরাপুল ও মতিঝিল এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। বিএনপি ডাকা ৩ দিনের অবরোধে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি।সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। এদিকে কার্যালয়ের দুই প্রান্তর ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করে হয়েছে।

এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিনবলেন, দুষ্কৃতকারীরা আবারও যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু গত ২৮ অক্টোবর একটি সহিংস হওয়ায় বিষয়টি আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com