নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল এরিয়া প্রোগাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বুধবার (১৬ই ফেব্রুয়ারি) চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে ৪০ জন আল্টাপোর গ্রেজুয়েশন দলের সদস্যদের মাঝে বিনামূল্যে ৪০টি বকনা গরু বিতরণ করা হয়েছে। এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন চন্ডীপাশা ইউনিয়ন প্রাগ্রাম অফিসার জনি এস গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক দুইবারের সফল ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল এরিয়া ওয়ার্ল্ড ভিশন অফিসার কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব হাসান রয়েল, , এলএসপি রুমা দেবনাথ, ৮নং ওয়ার্ড মেম্বার মহসিন পাঠান, ৪নং ওয়ার্ড মেম্বার মাসুম, ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুব আলম, ধূরুয়া বিডিসির সভাপতি ফয়সাল সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও কর্মচারী সহ সুবিধা ভোগী নারীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ড ভিশন আপনাদের বকনা গরু দিয়েছে। গরুগুলো পালন করে গাভী তৈরি করবেন। পরিবারের সদস্যদের পুষ্টির জন্য গাভীর দুধ নিজেরা খাবেন এবং বাকি দুধ বিক্রি করে স্বাভলম্বী হবেন। পরে ৪০ জন আল্টাপোর গ্রেজুয়েশন দলের সদস্যদের মাঝে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া ৪০টি বকনা গরু সুবিধা ভোগী নারীদের হাতে তুলে দেন।