নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের পালাহার নামক স্থানে বৃহস্পতিবার (২০শে জানুয়ারি) সন্ধ্যায় হ্যান্ড ট্রলী ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দূর্ঘটনা ঘটে। এতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও অকুন্দিপাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টারের পুত্র কাঞ্চন মিয়া (৩২) নামে ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ইজিবাইকের দুজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। নান্দাইল হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ট্রলীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।