নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহফুজুর হক বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর নান্দাইল বাজার ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং জনগনকে করোনার কারণে মাক্স ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। এসময় ৪জনের নিকট থেকে মাক্স ব্যবহার না করায় ৭শত টাকা নগদ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর জানান, জনগনকে সচেতন করা হচ্ছে। এখন থেকে ভ্রাম্যমান আদালত আরও জোরদার করা হবে। এসময় নান্দাইল মডেল থানা পুলিশ হাইওয়ে সড়কে চাঁদা আদায়ের সময় একজনকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।