নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২৬শে এপ্রিল জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রোববার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রফিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামী ২৬শে এপ্রিল সারাদেশের ন্যায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসাবে ময়মনসিংহ জেলায় মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় দফায় ৫৫৩টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করবেন বলে জানান। উক্ত অনুষ্ঠানে সকল সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে প্রশাসনকে পূর্বের ন্যায় পূনরায় সকলের সহযোগিতা কামনা করেন।