নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে অসহায়, গরিব, হতদরিদ্র শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারী) বিকালে নান্দাইল মডেল থানা সংলগ্ন সংগঠনের কার্যালয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি মোঃ সেলিম ভূইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট মোঃ ফজলুল হক ভূইয়া, সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান হাবিবুন ফাতিমা পপি, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, মিশ্রীপুর রাহিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোসলেহ উদ্দিন, প্রভাষক মোঃ খায়সারুল ইসলাম ফকির, মানবাধিকার কর্মী ফাহমিদ আহম্মেদ প্রমুখ। এসময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।