রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

নান্দাইল ও গফরগাঁও উপজেলায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রির্পোটারের নাম / ১৭০ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টা : ময়মনসিংহ জেলার নান্দাইল ও গফরগাঁও উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটারগণ সুশৃংখল ভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার দুটি উপজেলার ২৬টি ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গফরগাঁও উপজেলায় ১৫ ইউপি এর মধ্যে ১১ ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং নান্দাইলের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৫৯০৯৯৪ জন। এর মধ্যে গফরগাঁও উপজেলায় ৩২৬৫৭৮ ও নান্দাইল উপজেলায় ২৬৪৪১৬ জন ভোটার রয়েছেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প থেকে সব রকমের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে বুধবার (০৫ জানুয়ারী) সকালে ভোট গ্রহণ চলাকালে গফরগাঁও ও নান্দাইল উপজেলার ইউপি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা)। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com