নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মঙ্গলবার ১ ঘন্টা ব্যাপী হাইওয়ে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এসময় ক্লাব ভবনের সামনে জনগণকে সচেতন করার জন্য করোনা পরিস্থিতির কথা তুলে ধরে সরকারী বিধি নিষেধ মেনে চলার জন্য পথচারীদের আহবান জানানো হয়। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আনজু, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ সভাপতি ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, সাংবাদিক আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া, মাহবুবুর রহমান খান প্রমুখ।