মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ বিএনপির নেতা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি জাকির খানকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে ব়্যাব-১১ এর একটি অভিযানিক দল
রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব ১১!
শনিবার (৩ সেপ্টেম্বর২২) ইং দুপুরে ব়্যাব- সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন!
জাকিরের গ্রেপ্তারের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব-১১।
সূত্রমতে জানা গেছে, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেএমইএ’র সহ-সভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার অন্যতম আসামী এই জাকির খান।
২০০৪ সালের ১১ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফর রহমান বাবর নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলা পুলিশের একটি অনুষ্ঠানে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছিলেন এবং সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এ ঘোষনার পর থেকে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকার সেগুনবাগিচায় তৎকালীন প্রভাবশালী জৈনক ব্যাক্তির বাসভবনে আশ্রয় নেয় জাকির খান।
সেই বছরের ২০ ডিসেম্বর ওই মন্ত্রীর সহায়তায় থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকেন জাকির খান।
পরবর্তীতে কয়েক বছর পরে ভারত হয়ে গোপনে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন।
তথ্য টি নিশ্চিত করেন র্যাব ১১ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।