নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৫ শত নির্বাচিত সুফলভোগীদের মধ্যে উপকরণ হিসেবে ৭ হাজার ৫ শত মুরগী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপকরণ হিসেবে এসব মুরগী বিতরণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের উপকরণ হিসেবে এসব মুরগী দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন-নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা জনি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মবিন হাই প্রমুখসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা।