সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে না পারলে ক্ষমতা থেকে পদত্যাগ করুন- ড. খন্দকার মোশারফ হোসেন

রির্পোটারের নাম / ৫৩ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ২ মার্চ, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন যাই হোক আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে কখনোই সুষ্ট নির্বাচন হতে পারে না। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বুধবার (০২ মার্চ) বিকেলে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিএনপি উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশারফ হোসেন এ কথা বলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সভাপতিত্বে সমাবেশে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে খন্দকার মোশারফ হোসেন বলেন, সরকার তিন থেকে চার দফা তেল ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। অনতিবিলম্বে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো স্বৈরাচারকে হটানো যায় নাই। তাই বিএনপিকে নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, সঙ্কট থেকে দেশকে রক্ষা করতে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। আপনারা দেখেছেন আজকে যারা ক্ষমতায় আছেন স্বাধীনতার পরও তারা ক্ষমতায় ছিল। ক্ষমতাকে কুক্ষিগত করতে ১৯৭৫ সালে একদলীয় বাকশাল গঠন করেছিল। দেশের রাজনৈতিকদল বাতিল করে এক নেতার এক দেশ করতে চেয়েছিল।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ আর গনতন্ত্র একসাথে যায়না। এটা তারা দুইবার প্রমাণ করেছে। আজকে যে সঙ্কট সৃষ্টি হয়েছে দেশে তত্বাবধায়ক সরকার বহাল থাকলে এই সঙ্কট হতো না। শেখ হাসিনাও ক্ষমতায় থাকতো না। আওয়ামী লীগ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। আজকে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তে পরিণত হয়েছে। নিম্নমধ্যবিত্তের মানুষ দরিদ্র হয়েছে। ড. মোশাররফ হোসেন বলেন, নিজেদের মধ্যে কোনো ভুলবুঝাবুঝি থাকলেও দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে জনগণ সাহস পাবে, রাস্তায় নামবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। আর সেই দায়িত্ব বিএনপি ও অঙ্গসংগঠনকেই নিতে হবে। ময়মনসিংহ থেকে শেখ হাসিনার পতনের আন্দোলনের সূত্রপাত ঘটাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে খন্দকার মোশারফ হোসেন বলেন, খালেদা জিয়ার নামে মিথ্যা দুর্নীতি মামলা দিয়ে সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। দ্রুত খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রতাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বেলা ৩ টায় শুরু হওয়া সমাবেশের পূর্ব থেকেই ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আসতে থাকে। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, মহানগর বিএনপির আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দণি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহমেদ তায়েবূর রহমান হিরণ, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিঃ ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় সংসদ সাংগঠনিক সম্পাদক মামুন হাসান সহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com