এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নারায়ণগঞ্জে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদলের কর্মী মোঃ শাওন প্রধানের গায়েবানা জানাজা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার খেলার মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল এক শোভাযাত্রা মহেন্দ্রনগর অভিমুখে যায় এবং সেখান থেকে ঘুরে বুড়ির বাজার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু, কেন্দ্রেীয় যুবদলের সাংগাঠনিক সম্পাদক ইছাহাক হোসেন সরকার, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক, জেলা বিএনপি,র সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহ পুলিশী পাহারায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত শাওন প্রধান (২০) নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মি ছিলেন বলে দাবী বিএনপির।