এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সর্বস্থরের নেতা কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্ত অ্যাডঃ মতিয়ার রহমান।মোটর শোভাযাত্রা সহকারে মহিপুর ব্রীজ থেকে তাকে এগিয়ে নিয়ে যায় নেতা কর্মীরা।
সোমবার (১২সেপ্টেম্বর)বিকেল ০৪টায় কাকিনা মহিপুর ব্রীজ এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্ত অ্যাডঃমতিয়ার রহমান এসে পৌছালে নেতা কর্মীরা স্লোগান দিয়ে তাকে বরন করে নেন।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামীলীগের যূগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক,আদিতমারি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুখ,জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু,খুনিয়াগাছ আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসেন মানিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান আওরঙ্গ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন,গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রশিদ টোটন,মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাহমেদুল ইসলাম বিপ্লব,আদিতমারি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,জেলা ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছা সেবকলীগের নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে এসময় বরন করে নেয়।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মোটর শোভাযাত্রাটি মহিপুর ব্রীজ থেকে রওয়ানা করে লালমনিরহাট জেলা পরিষদ অডিটেরিয়াম এসে শেষ হয়।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান সহ চারজন জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র কেনার কথা শোনা যায়।এরা হলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমী।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ভারত ভ্রমন শেষে দেশে ফেরার পর স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় পার্বত্য চট্টগ্রামের ০৩ জেলা বাদ রেখে ৬১জেলায় মনোনয়ন দেওয়া হয়।লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অ্যাডঃমতিয়ার রহমান এবারও মনোনয়ন পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত ছিল নেতা কর্মীদের মাঝে।
এ প্রযন্ত চেয়ারম্যান পদে জেলায় অন্য কারো নাম এখনও শোনা যায়নি।অ্যাডঃ মতিয়ার রহমান জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথমে দ্বায়িত্ব পালন করেন,এরপর সরাসরি ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে পুর্ন্য মেয়াদ দ্বায়িত্ব পালন করেন।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করেন,জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হবার পর পুনরায় চেয়ারম্যান হিসেবে এবার মনোনীত হয়েছেন দলীয় ভাবে।