মোঃ সুমন :
রাঙামাটির বাংলদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর এইচএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার( ৩১ অক্টোবর) প্রতিষ্ঠান চত্বরে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর গভর্নিং বডি’র চেয়ারম্যান ও বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, বিএন।
বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল এর সভাপতিত্বে এ সময় ঘাঁটির পদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
এর আগে প্রতিষ্ঠানের সংগীত শিক্ষক রাজেস সাহা ও নৃত্য শিক্ষক সংগীতা দত্ত এ্যানির পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।