মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

পটুয়াখালীর সদর হতে র‌্যাবের হাতে ০১(এক)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

রির্পোটারের নাম / ১৬৯ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ

মোঃহা-মীম স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৩/১১/২০২২ইং তারিখ আনুমানিক ১১ঃ৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৯:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,

পটুয়াখালী জেলার সদর থানাধীন কমলাপুর সাকিনস্থ জনৈক ওহাব মেলকার এর বসত ঘরের সামনের উঠানে একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ১১ঃ৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ লিমন মেলকার(২২), পিতা-ওহাব মেলকার, সাং-কমলাপুর, ০২নং ওয়ার্ড, থানা- পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীর নিকট হতে ৯৫(পঁচানব্বই) পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com