স্টাফ রিপোর্টার : ব্যবসা সম্প্রসারনের জন্য আব্দুল মোনেম লিমিটেড ও পদ্মা ব্যাংকরে মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ফরেন এক্সচেঞ্জ, ফান্ডেড-ননফান্ডেড, লোন-সহ বিভিন্ন রকম সেবা রয়েছে।
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী ২০২২ পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী র্কমর্কতা ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী এবং আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনউদ্দনি মোনেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করনে। এই সময় দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
সরকারী সােনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চর্তুথ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।