তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। রুপালি জগতের ঝলমলে আলো থেকে এবার তারা খেলার মাঠে হাজির হয়েছেন। আজ তারা থাকছেন রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সেখানে তাদের সঙ্গে হকি খেলার সুযোগ রয়েছে বলে জানান পরীমনি।
পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রথমবারের মতো আমি ও রাজ একসঙ্গে মাঠে যাচ্ছি হকি দেখতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দেখা হবে আপনাদের সঙ্গে, হবে আড্ডা। আর আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ তো থাকছেই। চলে আসুন। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। দেশ-বিদেশের নামকরা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বেশ জমে ওঠেছে এই হকি লিগ।
পরীমনি এখন অভিনয় থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন। ছেলে রাজ্যের সঙ্গে সময় কাটে তার। মাতৃত্বের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি। গত ২৪ অক্টোবর বেশ জাঁক জমকভাবেই নিজের জন্মদিন পালন করলেন পরী। অন্যদিকে রাজ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দামাল’ সিনেমা। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এর আগে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। সেগুলোও পায় দর্শকপ্রিয়তা।