খেলাধুলা ডেস্ক:
কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন অবধি বিশ্বকাপে ১৭ ম্যাচে ৭ গোল করেছেন রোনালদো। সম্ভবত এবারই শেষবারের মতো বিশ্বকাপে দেখা যাবে ৩৭ বছর বয়সী এ পর্তুগিজ তারকাকে। আর এটাই হতে যাচ্ছে, পর্তুগালের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারকে বিশ্বমঞ্চে শিরোপা এনে দেওয়ায় শেষ চেষ্টা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১০টায় মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘এইচ’গ্রুপে স্টেডিয়াম ৯৭৪-এ ঘানার বিপক্ষে শুরু হচ্ছে পর্তুগিজদের বিশ্বকাপ মিশন। মধ্যপ্রাচ্যের এই বিশ্বমঞ্চে রোনালদোকে সঙ্গ দেবেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। শক্তিমত্তার বিচারে ঘানা পর্তুগাল থেকে সবদিক দিয়েই পিছিয়ে। সিআর সেভেনদের জন্য ঘানা অনেকটা সহজ প্রতিপক্ষ। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে মনোবল চাঙা করতে ঘানার সঙ্গের ম্যাচ সহায়তা করবে।
২০১৪ সালের বিশ্বকাপে ঘানার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছিল তারা। তবে পর্তুগিজদের ভয়ের কারণ হতে পারে রোনালদোর বাজে ফর্ম। কারণ, চলতি মৌসুমের শুরু থেকেই ফর্মে নেই সিআর সেভেন। ক্লাব ফুটবলে একের পর এক গোল মিস করেছেন তিনি। যা পর্তুগিজ সমর্থকদের ভয়ের অন্যতম কারণ। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার তুঙ্গে রয়েছেন। শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে সিআর সেভেনের।
সবশেষ ছয় ম্যাচের তিনটিতে বড় বড় ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। এই তিন ম্যাচে কোনো গোল হজম করা ছাড়াই মোট ১০টি গোল করেছে পর্তুগিজরা। অন্যদিকে চলতি বিশ্বমঞ্চে অংশ নেওয়া ঘানা, আফ্রিকা থেকে আগত দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল দলের একটি। সবশেষ ছয় ম্যাচে তাদের পারফর্ম মোটেই সুবিধাজনক না। ছয় ম্যাচে একটি জয়, তিন ড্র ও দুটি পরাজয় রয়েছে ঘানার। তবে এ দলে জায়গা পেয়েছেন তরুণ কিছু ফুটবলার, যা ঘানার আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।