মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

অনলাইন  ডেস্ক: / ৩৮ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:১৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিন অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আট প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস।

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নর রয়েছেন। তবে রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর তাদের দায়িত্বে বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের জায়গায় নতুন গভর্নর নিয়োগের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে ইতোমধ্যে।
রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনিদের পরিবর্তনের লক্ষ্যে আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে আব্বাসের এমন পদক্ষেপে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই।

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, তারা স্থানীয় মিডিয়া থেকে তাদের বরখাস্তের বিষয়ে জানতে পেরেছেন।

জেনিনের পূর্ববর্তী গভর্নর আকরাম রাজউব কুদস নিউজ নেটওয়ার্ককে বলেন, ‘আমাকে অবসর নেওয়ার জন্য রেফারেল সম্পর্কে আগে জানানো হয়নি, এবং আমি মিডিয়া থেকে সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com