শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

পহেলা বৈশাখে ময়মনসিংহে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী

রির্পোটারের নাম / ৫৮ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ

রঞ্জন মজুমদার শিবু : মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর পর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নগরীর মুকুল নিকেতন স্কুলের সামনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (ভারপ্রাপ্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান, স্থানীয় সরকার উ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্ত্তী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদণি শেষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে শেষ হয়।
প্রতি বছর বৈশাখ পালনে নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া লোকজ শিল্পের জীবন্ত রূপে ফুটিয়ে তোলা হতো। এসময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভীড় জমাতেন। তবে এ বছর তেমন কোন আমেজ নেই বললেই চলে। অনেকটা সাদামাটা বৈশাখ পালন এই বিভাগীয় নগরীতে।
শোভাযাত্রা শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বৈশাখী মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুদা, দারিদ্রমুক্ত, সুখি, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ হবে। আজ ১৪২৯ বঙ্গাব্দের শুভমুহূর্তে বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি – যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে কোন বিভেদ। পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি।
অপরদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরীর উমেদ আলী মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ যাতে জনসাধারণ নিরাপদ ও নির্বিঘেœ পালন করতে পারে সেই লক্ষে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত রেখেছেন। নগরীর বৈশাখী মঞ্চ, পার্ক এলাকা সহ পুরো নগরজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাদা পোষাকেও আইন শৃংখলা বাহিনীর সদস্য, ডিবি কঠোর নজরদারি করছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পহেলা বৈশাখ পালনে সকলের নিরাপত্তা নিশ্চিতে আমরা বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com