ময়মনসিংহ প্রতিনিধি:
পাঁচ শতাধিক বাচ্চাদের খাবার খাওয়ার দৃশ্যটি দেখে যেকেউ হয়তো ভাবতে পারেন,এটি কোন বিয়ের দাওয়াতের খন্ডচিত্র। কিন্তু আসলে তা নয়। এটি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার পাঁচ শতাধিক এতিম,অসহায় ও স্কুল পড়ুয়া শিশু বাচ্চাদের খাওয়ার দৃশ্য। এমন দৃশ্যের দৃষ্টান্ত দেখিয়েছেন উপজেলার কুমারগাতা ইউনিয়নের তাঁতী লীগ নেতা ও মাছ ব্যবসায়ী মো.মনিরুজ্জামান খান।
শনিবার বিকালে উপজেলার সাতাশিয়া গ্রামের কানাইবটতলা এলাকার “একাত্তরের চেতনা যুব সংঘ” এর সামনের একটি খেলার মাঠে বাচ্চাদের সারিবদ্ধভাবে খাওয়ানোর এমন দৃশ্য দেখতে পাওয়া যায়।
বাচ্চাদের এমনভাবে খাওয়ানোর কারণ জানতে চাইলে “একাত্তরের চেতনা যুব সংঘ” এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তাঁতী লীগ নেতা মো.মনিরুজ্জামান খান জানান,আমার ব্যাক্তিগত কোন চাওয়া-পাওয়া বা উদ্দেশ্যের জন্য বাচ্চাদের এভাবে খাবার খাওয়ানো হয় বিষয়টি তেমনটি নয়। দেশ-জাতি ও মানুষের মঙ্গল কামনায় এবং এলাকার এতিম,অসহায় ও স্কুলের ছোট বাচ্চাদের মুখে এক বেলার খাবার তুলে দিতে এ আয়োজন করতে আমার ভালো লাগে। এবার নিয়ে তিনবার ওদের মুখে এক বেলার খাবার তুলে দিতে পেরে,আমি মানষিক মানসিকভাবে আত্মতৃপ্তি পেয়েছি। সাধ্য অনুযায়ী সামনের দিনগুলোতেও আমার এ সামান্য প্রয়াস অব্যাহত থাকবে।
বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ বলেন,এমন দৃশ্য আজ প্রথম নয়, প্রায় এমন দৃষ্টান্ত রাখেন তাঁতী লীগ নেতা মনির। এলাকার এতিম,অসহায় সহ সমস্ত শিশুদের নিয়ে তার এ আয়োজন সকল মহলে প্রশংসা পেয়েছে।
খাওয়া শেষে শিশু বাচ্চাদের মধ্যে আবির, আছিয়া, রকি ও তামান্না তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে,আমরা একসঙ্গে অনেক জন গোসত দিয়ে বিরানি খেয়েছি খুব মজা হয়েছে।