টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ ঘিরে তুমুল হাইপের মধ্যে খেলোয়াড়দের স্নায়বিক উত্তেজনে শিথিল রাখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। বুধবার (১৯ অক্টোবর) তিনি আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে তাদের মুখোমুখি হওয়াটা খেলাধুলায় অন্যতম বড় ইভেন্ট। তবে খেলোয়াড়দের সঠিক ফলাফল পাওয়ার জন্য খেলায় মনোযোগী থাকতে হবে।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১০ উইকেটে হারসহ তাদের শেষ তিনবার সাক্ষাতের মধ্যে দুটিতে হেরেছে রোহিত শর্মারা। তাই দলটির ওপর রয়েছে বাড়তি চাপ।
একটি জয়ের মধ্যদিয়ে উড়ন্ত সূচনা ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেবে। কারণ সুপার-১২ পর্বে তারা সহজ গ্রুপে নয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ট্রফি জিতে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সিরিজ জিতে ভারতের পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে তার শুরুটা দুর্দান্ত হয়েছে। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়া কাপ থেকে দ্রুত ছিটকে পড়ায় তাদেরকে সতর্ক থাকতে হবে।
রোহিত জোর দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি হিসেবে খুব বেশি বাড়িয়ে না দেখা গুরুত্বপূর্ণ।
বিসিসিআইকে এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আমরা যখনই পাকিস্তান খেলি, সব সময়ই তা ব্লকবাস্টার। লোকেরা এসে পরিবেশ দেখতে এবং উপভোগ করতে চায়। অন্য যেকোনো কিছুর চেয়েও বেশি আপনি ক্রিকেট উপভোগ করতে চান। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য অবশ্যই এটা একটা বড় খেলা। আমরা আমাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছি। আমরা কেবল নিজেদেরকে শান্ত রাখতে চাই এবং ব্যক্তি হিসেবে আমাদের যা করতে হবে তার ওপর ফোকাস রাখতে চাই। কারণ, এটি আমাদের জন্য চাবিকাঠি হবে।’