নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১০০০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম রিপন খান (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আটক মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খান (৫১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জলিলপুর গ্রামের মৃত ডা. মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১২ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা, ২টি মোবাইলফোন ও মাদক বিক্রয়ের নগদ এক হাজার ৮ শত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খান (৫১) দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খান এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।