রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

পাটগ্রামে গণমাধ্যমকর্মীর ওপর কিশোর গ্যাং নেতার হামলা,হত্যার হুমকি সঠিক বিচার দাবী বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের

রির্পোটারের নাম / ১৮৯ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে পাটগ্রাম নর্থ বেঙ্গল টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের এক মানববন্ধনে বহিরাগতদের উপস্থিতি সংক্রান্ত ঘটনা সাংবাদিকরা জানতে চাইলে কিশোর গ্যাং নেতা আসদাদ হোসেন প্রধান আকুল সাংবাদিক রশিদুলের ওপর অতর্কিত হামলা করে তাকে গুরুত্বর আহত করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় আসদাদ হোসেন প্রধান আকুল নামে এক কিশোর গ্যাংয়ের নেতা তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটায়।

জানা যায়, কলেজের নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায় সহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্তরে একটি মানববন্ধনের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। বহিরাগত শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এমন তথ্য অনুসন্ধান করতে গিয়ে ওই সাংবাদিক কিশোর গ্যাংয়ের নেতা আকুল প্রধান কর্তৃক অতর্কিত হামলার শিকার হন। এদিকে কলেজ কর্তৃপক্ষ কিশোর গ্যাংটিকে ভাড়া করে এই হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। পরে আহত রশিদুলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় গণমাধ্যমের বিভিন্ন সংগঠন” বাংলাদেশ প্রেসক্লাব” লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস,আর শরিফুল ইসলাম রতন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধ জগতের হোতা আকুল প্রধান সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com