স্টাফ রিপোর্টার : বুধবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক শারীরিক প্রতিবন্ধী তাবাছ্ছুম আক্তার রিয়াকে উপহার হিসেবে একটি হুইল চেয়ার প্রদান করেন। জেলা প্রশাসক এর উপহার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী রিয়া। প্রতি বুধবার অনুষ্ঠিত গনশুনানীতে জেলা প্রশাসক দুস্থ ও অসহায় মানুষদের সাথে সাাত করেন ও তাদের যথাসাধ্য সেবা দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে চলাফেরায় অসামর্থ্য রিয়াকে এই উপহার প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।