শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

প্রধনমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

রির্পোটারের নাম / ৫৬ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৯:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলে মাননীড প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, অমিত রায়, নিয়ামুল কবির সজল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, “মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলে ঘোষিত এই প্রতিশ্র“তিকে বাস্তবায়নের ল্েয সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায়ও কার্যক্রম গৃহীত হয়। শুরু হয় গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম। এছাড়া যেখানে খাস জমি নেই সেখানে সরকারিভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থান করে ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মান করে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এই পর্যন্ত মোট ২৯০১টি পরবারকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়। তন্মধ্যে ১ম পর্যায়ে ১৩০৫টি এবং ২য় পর্যায়ে ৬৪৫টি গৃহ নির্মানের মাধ্যমে এই পর্যন্ত ১৯৫০টি “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।
৩য় পর্যায়ে ৮২৫ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই ঘরসমূহের মধ্যে ৫৫৩টি গৃহের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট ২৭২টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। এ জেলার অবশিষ্ট ১২৬ টি পরিবারকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে গৃহ প্রদান কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে চলছে। আগামী ২৬/০৪/২০২২ তারিখ সারাদেশের ন্যায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে ময়মনসিংহ জেলায় মাননীয় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ৫৫৩টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। আগামী ২৬/০৪/২০২২ তারিখ মঙ্গলবার স্থানীয়ভাবে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় উপজেলা সদরে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০.০০টায়। ঐ দিনই বেলা ১১.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।
উপজেলা পর্যায়ের উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট মাননীয় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com