এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সকলের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ তামান্না
কে প্রাথমিক শিক্ষায় অবদান রাখার জন্য জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত করেন।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া চাকুরীতে যোগদান ৭ আগস্ট, ২০১৪ ইং। নাহিদ তামান্না গত ২০২২
সালের ১৫ ডিসেম্বার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পদে যোগদান করেন। জনাব নাহিদ তামান্না শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়া গঙ্গাচড়া উপজেলার সকল সাধারণ মানুষের প্রতি এ পুরস্কার উৎসর্গ করেছেন।
উপজেলা পর্যায়ে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা নাহিদ তামান্না সর্বস্থরের জনগন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।