রঞ্জন মজুমদার শিবু: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন খেলা প্রিয় মানুষ। প্রতিমন্ত্রী আরো বলেন, এই ক্রিকেট লীগের মাধ্যমে ভালো খেলোয়ার তৈরী হবে এবং তারা আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যাায়ে খেলায় অংশ গ্রহণ করতে পারবে। খেলা ধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মুখে মাস্ক পরিধান করি। নিজে ভাল থাকি পরিবারকে ভাল রাখি। রবিবার (৩০ জানুয়ারী) সকালে ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২১-২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ময়মনসিংহ জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ সহ ক্রিড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।