মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেওখোলা বাজারস্থ জোবেদা রহমান প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়াম ীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দর আলী মাস্টার। প্রভাষক মাহবুবুল কাদের মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, ডাঃ তোফাজ্জল হোসেন, ওয়াদুদ আকন্দ দুদু। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, কৃষকলীগের মাসুদুল আলম লিটন, স্বেচ্ছাসেবকলীগের জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগের মনির উদ্দিন মনির। সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।