মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন দৃষ্টি নন্দন মির্জা’স গার্ডেন এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজন করা হয় র্যাফেল ড্র এর। নতুন মার্কেট, ব্যাপক প্রচার ও বিক্রি বৃদ্ধির লক্ষে দোকান মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এই ড্র’র আয়োজন করা হয়। ঈদের ৩য় দিন ড্র হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে মঙ্গলবার বিকেল ৩ঘটিকায় মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়। মির্জা’স গার্ডেন মার্কেটের স্বত্ত্বাধিকারী মির্জা মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি ভাগ্যবান বিজয়ী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের সুমাইয়া। বক্তব্য রাখেন মির্জা’স গার্ডেন দোকান মালিক সমিতির সভাপতি ও মণি ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাছির ফ্যাশন হাউজ এর স্বত্ত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন, ফাতেমা বস্ত্র বিতান এর স্বত্ত্বাধিকারী শেখ ফারুক আহাম্মদ, লিমন সুজ এর স্বত্ত্বাধিকারী মো. আঃ মান্নান সিদ্দিকী, গৃহসজ্জার মালিক মোঃ আঃ কাদের প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক, কবি ও সাংবাদিক এম.আর মতিন।