মো: আব্দুস ছাত্তার : আশ্রায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। শুক্রবার বিকেলে উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের নয়াবিলা পুরাতন হাটখোলা বাজার সংলগ্ন ১৭টি ভুমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ চলমান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের ৩য় পর্যায়ে উপজেলায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৪৪ টি আশ্রয়ন-২ প্রকল্পের ঘর নির্মাণ শুরু হয়েছে।