মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : উপজেলার শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের ৩ জন সহকারী অধ্যাপক ও একজন কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ীরা হলেন- সহকারী অধ্যাপক (ইতিহাস) মোঃ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক (পৌরনীতি) মোঃ মোবারক আলী, কর্মচারী মোঃ মোকছেদ আলী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, সকল শিক্ষক কর্মচারী এবং কলজের প্রায় সকল ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন। এতে কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ আবু সাঈদ চৌধুরী, মোঃ আবুল বাশার সহ কলেজের শিক্ষকগণ বিদায়ী শিক্ষক কর্মচারীদের স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন সহকারী অধ্যাপক গোপাল চন্দ্র সেন, সহকারী অধ্যাপক মোঃ এহসানুল হক খাঁন, সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল বাছির এবং সিনিয়র প্রভাষক মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক (বাংলা) জেসমিন আক্তার।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ।
পরিশেষে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মৌলভী শাহাবুদ্দীন আহমদ, সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরী সহ প্রয়াত শিক্ষক কর্মচারী এবং প্রয়াত কলেজ হিতৈষীগন এবং বিদায়ী শিক্ষক কর্মচারী সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।