মো: আব্দুস ছাত্তার : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামাতের দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে মিছিলের আয়োজন করে উপজেলা যুবলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা। মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ছফর আলী বুলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন যুগ্ন-আহবায়ক মনজুরুল হক রাসেল।