মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই গ্রামের ১১ মাইল মকবুল হোসেন চেয়ারম্যানের বাড়ী থেকে মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ১১ টি গরু চুরি হয়েছে। এ নিয়ে ঐ গ্রামে কৃষকদের মধ্যে গরু চুরি আতংক দেখা দিয়েছে।
আঃ মজিদ জানান তার ৩ টি, তার ছেলে রফিকুলের ২ টি, আশরাফ আলীর ২ টি, লাল মিয়ার ২ টি, গিয়াস উদ্দিনের (অব. পুলিশ) ২ টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যায়। ১১ টি গরুর মধ্যে গাভী গরু বেশি ছিল বলে জানা গেছে। ১১ গরুর বর্তমান বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান তিনি।
নজরুল ইসলাম, নুরুল ইসলাম সহ অন্য কৃষকরা গরু চুরির ঘটনাস্থল দেখতে এসে বলেন, হঠাৎ চুরি বেড়ে গেছে। কৃষকদের গরুই বড় সম্পদ। এটি চুরি হয়ে গেলে খুব কষ্ট হয়। চুরি ঠেকাতে পাহাড়ার ব্যবস্থা করা উচিত।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ১১ গরু চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।