মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে অবস্থিত উজ্লহাটি সাইদিয়া দেওবন্দীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটিতে আবারও সভাপতি নির্বাচিত হযেছেন এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল। বুধবার নব গঠিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তাকে পূনরায় সভাপতি করার পক্ষে মত উপস্থিত সদস্যরা।
জানা যায়, বুধবার মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের লক্ষে মাদ্রাসার অফিস কক্ষে এক সভা আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। সভায় সর্বসম্মতিক্রমে এড. মফিজ উদ্দিন মন্ডল কে সভাপতি করার পক্ষে অধিকাংশ সদস্য রায় দেন। পরে সর্বসম্মতিক্রমে তাঁকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি করা হয়।
এর আগেও এড. মফিজ উদ্দিন মন্ডল অত্র মাদ্রাসার একাধিবার সভাপতি ও এডহক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালীন ইউপি চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এড. মফিজ উদ্দিন মন্ডল।