মো: আব্দুস ছাত্তার : ‘মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর নির্মাণ’ প্রকল্প পরিদর্শন ও ফুলবাড়ীয়া পৌরসভা অফিস পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন। বুধবার ফুলবাড়িয়ায় পৌঁছালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। ঘর নির্মাণে ভৌত অবকাঠামো ৬০ ভাগ কাজ হওয়া ও কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শক। এরপর তিনি ফুলবাড়ীয়া পৌরসভা কার্যালয়ে পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।