মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) : চোর সন্দেহে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় তিন যুবককে সাত ঘণ্টা গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজারে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে। নির্যাতিতরা হল একই এলাকার মোতালেবের পুত্র জুলহাস (২৪), নুরুল ইসলামের পুত্র বাবু (২২), মকবুল হোসেনের পুত্র রিপন (২৫)। স্থানীয় গ্রাম পুলিশ গণেশ রবিদাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে মাঝিরঘাট বাজার থেকে একটি অটোরিকশা চুরি হয়। সারা রাত খোঁজাখুঁজি করে না পেয়ে মালিকপক্ষ তিন যুবককে সন্দেহের কথা জানায় ৬ নং ওয়ার্ড মেম্বার তারা মিয়াকে। মেম্বার ও তার লোকজন সোমবার সকাল ১০টার দিকে তিন যুবককে ধরে এনে বাজারের আম গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। বিকেল ৫টার দিকে ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন যুবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
তবে তারা মিয়া নির্যাতন বিষয়ে অস্বীকার করে বলেন, ‘অটোরিকশা চুরির ঘটনায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ঘণ্টাখানেক বেঁধে রাখে।
বাজার কমিটির সভাপতি তোতা মিয়া বলেন, মেম্বার সাব (সাহেব) সরকারী লোক তিনি ধরে এনেছেন, এ বিষয়ে আমাদের কিছু বলার নাই।
চেয়ারম্যান বুলবুল হোসেন বলেন, আমি শুনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পেরেছি ওরা চুরির কথা স্বীকার করেছে। তিনদিনের মধ্যে অটো ফেরত দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। মারার (নির্যাতন)আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে, তাদের মারে নাই। মারার পক্ষে আমি নই।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘চুরির ঘটনা ঘটলে প্রথমে থানায় জানানোর প্রয়োজন ছিল। একজন ইউপি সদস্য এভাবে গাছে বেঁধে শাস্তি কখনোই দিতে পারেন না। কেউ অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’